বান্দরবানে মানবেন্দ্র লারমার মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে মানবেন্দ্র লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী।

- Advertisement -

এ উপলক্ষে শনিবার (১০ নভেম্বর) সকাল ৮টায় শোক র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সকালে দলীয় কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী এম এন লারমা স্মরণে খালি পায়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জনসংহতি সমিতি ছাড়াও হিল উইমেন্স ফেডারেশন, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়।

- Advertisement -google news follower

পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য এবং জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা। সন্ধ্যায় ফানুস উত্তোলন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রয়েছে।

এম এন লারমা পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং ১৯৭০ ও ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৩ সালে ১০ নভেম্বর তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM