মুশফিকে সুরভিত মিরপুর

মি. ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিমের ৪০৭ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের ১৬১ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৫২২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

- Advertisement -

ইনিংস ঘোষণার পর শেষ বিকেলে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

- Advertisement -google news follower

উদ্বোধনী জুটিতে বেশ দেখেশুনে খেলেছেন মাসাকাদজা আর ব্রায়ান চারি। ১৪.১ ওভারে মাত্র ২০ রান সংগ্রহ করে তারা। তবে এত দেখেশুনে খেলেও শেষ রক্ষা হয়নি। তাইজুল ইসলামের বলে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মাসাকাদজা (১৪)।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

- Advertisement -islamibank

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৫/১, মাসাকদজা ১৪, ব্রায়ান চেরি ১০ (অপ.), ডোনাল্ড ত্রিপানো ০ (অপ.)। তাইজুল ইসলাম-৫/১।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫২২/৭ ইনিংস ঘোষণা; মুমিনুল ১৬১, মুশফিকুর ২১৯ (অপ.), মাহমুদুল্লাহ ৩৬, মিরাজ ৬৮ (অপ.)। কাইল জারভিস ৭১/৫, চাতারা ৩৪/১, ডোনাল্ড ত্রিপানো ৬৫/১।

জয়নিউজ/হিমেল ধর/শহীদ/পার্থ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM