বিশ্ব ইজতেমা স্থগিত

আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।

- Advertisement -

সংসদ নির্বাচন ও তাবলীগ জামাতের দু’পক্ষের দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মসচিব মো. আনিছুর রহমান ও শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামাতের দু’পক্ষকে নিয়ে বসা এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দু’পক্ষের দ্বন্দ্ব নিরসনে একটি প্রতিনিধিদলের ভারত যাওয়ার সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে ধর্মসচিব মো. আনিসুর রহমান বলেন, চলতি বছরের বিশ্ব ইজতেমা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসন ও নির্বাচনী বছর হওয়ায় ইজতেমা নিয়ে করণীয় ঠিক করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে দ্বন্দ্ব নিরসনে সরকার ও দুই পক্ষের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। যারা অল্প কিছুদিনের মধ্যেই ভারতে যাবেন।

- Advertisement -islamibank

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আশা করি বিদ্যমান দ্বন্দ্ব নিরসন হবে। সরকারও এ বিষয়ে আন্তরিক। তিনি জানান, দু’পক্ষের সম্মতিতে ইজতেমা স্থগিত হয়েছে।

জানুয়ারির শেষের দিকে ইজতেমা হবে বলে আশা করেন তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM