চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু: নতুন শনাক্ত ৯১

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে চলতি মাসে ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

- Advertisement -

নতুন যে ৯১ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ৫৬ জন সরকারি হাসপাতালে এবং ৩৫ জন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন।

- Advertisement -google news follower

শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ডেঙ্গুতে মৃত্যু হওয়া নাছিমা আক্তার নামে ওই নারী সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। তার বয়স ৩২ ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ডেঙ্গু উপসর্গ নিয়ে ১১ আগস্ট রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নাছিমাকে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM