একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে সোমবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের ১৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন।
সোমবার সন্ধ্যায় নগরের লাভলেইনের নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসেন খান।
মনোনয়ন কিনলেন যারা
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে ইসলামি আন্দোলন মো. আতীক ।
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. বেলায়েত হোসেন।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে বিএনপির এ ওয়াই বি আই সিদ্দিকী, ইসলামী ফ্রন্টের আবুল বাশার মো. জয়নাল আবেদীন।
চট্টগ্রাম-৬ রাউজান আসন থেকে আওয়ামী লীগের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির মো. কুতুব উদ্দিন বাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নিয়ামতুল্লাহ, স্বতন্ত্র মো. জালাল উদ্দিন।
চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসন থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মেহতাব উদ্দিন।
চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকে কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী।
চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসন থেকে বিএনপির সৈয়দ কুদরত-ই-খোদা, জাতীয় পাটির মো. ওসমান খান।
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসন থেকে বিএনপির সৈয়দ কুদরত-ই-খোদা।
চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে বিএনপির গাজী মো. সিরাজ উল্লাহ।
চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসন থেকে বিএনপির মোস্তাফিজুর রহমান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী টিপু।