চুনতিতে শুরু সীরাতুন্নবী মাহফিল

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৪৮তম সীরাতুন্নবী (সা.) মাহফিল সোমবার (১৯ নভেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে।

- Advertisement -

চুনতি সীরাত ময়দানে চলছে এ মাহফিল। দুটি অধিবেশনে মাহফিল শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাসান ছিদ্দিকী।

- Advertisement -google news follower

মাহফিল উদ্বোধন করেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হোছাইন আহমদ। বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম ও মাওলানা জিয়াউল ইসলাম।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আলম। বক্তব্য রাখেন মাওলানা আবদুস ছোবহান ও মাওলানা আবদুল মন্নান শমসী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব আবদুল বাছেত দুলাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার, সীরতুন্নবী (সা.) মাহফিলের মোতোয়াল্লি কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সহসভাপতি কবির আহমদ, যুগ্ম সম্পাদক ইসমাইল মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু ও  বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মু. জুনাইদ।

জয়নিউজ/পুষ্পেন
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM