কুতুবদিয়ায় ৩০৫ কৃষক পেলেন রবি মৌসুমের প্রণোদনাসামগ্রী

কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনাসামগ্রী বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

- Advertisement -

সোমবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দ্বীপের ছয় ইউনিয়নের ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনাসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ জনকে বোরো ধান, ১০০ জনকে ভুট্টা, ১০০ জনকে ফেলন এবং ৫ জনকে বিটা বেগুন বীজ বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

একইসঙ্গে জনপ্রতি ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ।

রবি মৌসুম প্রণোদনাসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন কুতুবী, উপ-সহকারী কর্মকর্তা রফিকুল কালাম ও প্রধান সহকারী ফরিদুল আলম।

জয়নিউজ/গিয়াস
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM