বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে রেমন্ড ব্র্যান্ডের ফেব্রিক্স আমদানি করায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকার পণ্যের চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক পাহাড়তলী ডিটি রোডস্থ সুফি এ্যাপারেলস লিমিটেডের ৩০ জুলাইয়ের চালানটির খালাস স্থগিত করে কাস্টমসের এ আই আর শাখা। চালানটি খালাসের দায়িত্বে ছিল কদমতলি ডি টি রোডস্থ সি এন্ড এফ এজেন্ট এম এস গফুর এন্টারপ্রাইজ।
কাস্টম হাউসের উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন সোমবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিশ্চিত তথ্য থাকায় কাস্টমস কমিশনার ড. এ কে এম নূরুজ্জামানের নির্দেশে পণ্য চালানটি এ আই আর শাখার কর্মকর্তাদের মাধ্যমে কায়িক পরীক্ষা করা হয়। শতভাগ পরীক্ষায় ৭৫% পলিয়েস্টার ফেব্রিক্স এবং ২৫% রেয়ন ফেব্রিক্স ২৭,৩০০ কেজি এর স্থলে সমপরিমাণ পেন্টিং ফেব্রিক্স (ব্র্যান্ড রেমন্ড) কেজি পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক ১ কোটি ৭৬ লক্ষ টাকা এবং মোট শুল্ককরের পরিমাণ আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ টাকা (অর্থদ- ও জরিমানাবিহীন)।
শুল্ককরসহ পণ্য চালানটির মূল্য প্রায় ৩ কোটি ৩৬ লাখ টাকা।
জয়নিউজবিডি/আরসি