কেপিএম আবারও ঘুরে দাঁড়াবে: শিল্প সচিব

কর্ণফুলী পেপার মিল (কেপিএম) আবারও ঘুরে দাঁড়াবে। ফিরে পাবে তার হারানো গৌরব। শুক্রবার (২৩ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হালিম কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কর্ণফুলী ভিউ ক্লাবে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

- Advertisement -

তিনি বলেন, কেপিএম আবারো লাভজনক কাগজকলে পরিণত হবে।

- Advertisement -google news follower

কেপিএম শেখ মতিউর রহমান মঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এম এ কাদের।

ভিউ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিআইসির পরিচালক (উৎপাদন ও গবেষণা) শাহিন কামাল, ঊর্ধ্বতন মহা-ব্যবস্থাপক আসাদুর রহমান টিপু। স্বাগত বক্তব্য রাখেন কেপিএমের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক (বন) মো. শহীদুল্লা, কেপিএম মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক উম্মে আইমন তুহিন।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেতার ও টিভি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM