আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দিয়ে মনোনয়ন নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
চট্টগ্রামের প্রাক্তন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলই একমাত্র নতুন মুখ।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে নৌকার পতাকা ওড়াবেন তিনি। অন্য আসনগুলোর প্রার্থী তালিকায় কোনো পরিবর্তন আসেনি।
চট্টগ্রামে যারা মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন- চট্টগ্রাম-১ (মীরসরাই) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) দিদারুল আলম। চট্টগ্রাম-৬ (রাউজান) এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং, পাহাড়তলী, পাঁচলাইশ ও খুলশী আংশিক) ডা. আফছারুল আমীন। চট্টগ্রাম-১১ (বন্দর) এম এ লতিফ। চট্টগ্রাম-১২ (পটিয়া) শামসুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা মোহাম্মদ নদভী। চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী।