এবারও বছরের প্রথম দিনেই বই পাবে শিক্ষার্থীরা

প্রতিবারের মত এবারও বছরের প্রথম দিন পালিত হবে বই উৎসব। জানুয়ারির এক তারিখে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। গত কয়েক বছর ধরেই এই উৎসব পালন করছে সরকার।

- Advertisement -

চট্টগ্রাম জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহির উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রামের জেলা ও উপজেলা পর্যায়ে চাহিদার ৭৩% বই ইতিমধ্যেই পৌঁছে গেছে। এর মধ্যে ৮টি উপজেলায় চাহিদার শতভাগ বই পাঠানো হয়েছে। বাকিগুলোতেও অল্প কিছুদিনের মধ্যে শতভাগ বই পৌঁছে যাবে।

- Advertisement -google news follower

নির্বাচনি ব্যস্ততা বই উৎসবের উপর প্রভাব ফেলবে না জানিয়ে সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাইনউদ্দিন জানান, “প্রতি বছর বই পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হলেও এবার নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই চাহিদার শতভাগ বই পৌঁছে গেছে সন্দ্বীপে। বছরের প্রথম দিনে বই উৎসব করার ব্যাপারে আমাদের প্রতি নির্দেশনা রয়েছে। আমরা সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।’

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM