চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী দুই যুবকের কাছ থেকে ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
অবৈধভাবে লাইভ লেডবল কার্তুজ বহন করার দায়ে দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, বছরের শেষ দিন ৩১ বায়েজিদ থানা এলাকায় পুলিশের নিয়মিত টহলের সময় সন্দেহের বশে ধরা পড়ে এ ২ যুবক।
আটককৃতরা হলেন, বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ মাজার গলির নূর মোহাম্মদ বাড়ীর মৃত নূর মোহাম্মদের ছেলে ইউসুফ আহম্মেদ (৩৫) ও একই থানাধীন রৌফাবাদ, শাহ আমানত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের পাশে খালপাড় এলাকার ইয়াসিনের বাড়ীর মৃত নুর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম প্কাশ রানা (৪১)।
আজ সোমবার দুপুরে কার্তুজসহ আটকের তথ্য নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, দুজনের বিরুদ্ধে The Arms Act 1878 এর 19(f) ধারা মামলা রুজু করা হয়েছে।
জেএন/পিআর