আগ্রাবাদ বানিজ্যিক এলাকার বাশার চেম্বারের অষ্টম তলায় এএমএমএস গ্রুপের কর্পোরেট অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২২ জানুয়ারি সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় এই কর্পোরেট অফিস উদ্বোধন করেছেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, এসএস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইদা সুলতানা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখার , সাংবাদিক শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াসসহ চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বর্তমানে স্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে বয়বসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার লক্ষ্যে সরকার অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ব্যবসায়ীদেরকে প্রনোদনা প্রদান ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
চট্টগ্রামে এএমএমএস গ্রুপ তাদের কর্পোরেট অফিস প্রতিষ্ঠার মাধ্যমে নতুন পথচলা শুরু করছে। এমন উদ্যোগ দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এমনটাই আশা রাখি।
আ জ ম নাছির উদ্দীন বলেন, আমার জানামতে দেশ বিদেশে এএমএমএস গ্রুপ দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে।
ঢাকা, চট্টগ্রাম, পায়রা বন্দরসহ দেশের বিভিন্ন এলাকায় এএমএমএস গ্রুপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
জেএন/পিআর