চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্থায়ী ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতর চলছে নানা জল্পনা-কল্পনা। কেমন হচ্ছে নতুন ক্যাম্পাস, সেখানে কেমন হবে তারুণ্যমুখর আড্ডা কিংবা কতোখানি এগিয়ে যাবে গবেষণা কার্যক্রম?
প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নিয়ে এমন হাজারও প্রশ্নের জবাব খুঁজতে রোববার (২ ডিসেম্বর) সিআইইউতে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, নতুন স্থায়ী ক্যাম্পাস শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এখানে গুণগত মানের পড়ালেখা নিশ্চিত করার পাশাপাশি ভালো গবেষক সৃষ্টির জন্যও উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রেজাউল হক খান, প্রফেসর ড. নুরুল আবসার, অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ ও ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার ভারপ্রাপ্ত পরিচালক সালমা বেগম (এফসিএ), সিআইটিএস শাখার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান প্রমুখ।