চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারায় ভোররাতে অস্ত্রসস্ত্র নিয়ে গরু চুরি করতে আসে সংঘবদ্ধ চোরের দল। তবে বাড়ির মূল ফটকের তালা ভাঙ্গার শব্দে ঘুম ভেঙ্গে যায় মালিকের।
লাঠি সোঠা নিয়ে ধাওয়া করতে এলে কালো রংয়ের শর্টগান দিয়ে ৪-৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পালিয়ে যায় চোরের দল। এতে ওই বাড়ির ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। তার মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর রাতে জোয়ারা ইউনিয়নের ফতেনগর এলাকার শিকদার পাড়া হাজী রিয়াজুদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী চোরের দল কালো রংয়ের একটি হাইচ নিয়ে গরু চুরি করতে আসে। তারা হাজি রিয়াজউদ্দিন কাঞ্চনের বাড়ীর বাউন্ডারির মূল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
পরে গোয়ালঘরের তালা কেটে গরু চুরির চেষ্টাকালে চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিকের শোর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে।
লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করলে চোরেরা তিনটি কালো রংয়ের শর্টগান দিয়ে ৪-৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত আহত হয়।
আহতরা হলো, ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ আরাফাত (২৭), মো. ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইব্রাহিম সায়মন (৫৮), সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (১৯), আব্দুল মবিনের ছেলে মঈনুদ্দিন মিনার(২২) ও আব্দুল বারেকের ছেলে রবিউল হাসান।
আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাত, রবিউল এবং সাজেদুল ইসলামের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দ্রুত আসামীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।
জেএন/পিআর