টেকনাফে মাসব্যাপী অভিযানে ২ লাখ ৪৮ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। তিন রোহিঙ্গাসহ আটক করেছে ১১ জনকে। মামলা হয়েছে ১১টি। গত নভেম্বরে টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে মাদকবিরোধী এ অভিযান চালানো হয় বলে জয়নিউজকে জানান টেকনাফ-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব।
র্যাব জানায়, ইয়াবার উৎসভূমি হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক নির্মূল করতে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। গত নভেম্বর মাসে টেকনাফ র্যাব-৭ সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময়ে মাদক ব্যসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অপরাধী নিহত হয়।
বিভিন্ন অভিযানে একটি বিদেশি পিস্তল, ১টি দেশি অস্ত্র ও গুলি, ১৪ ক্যান বিয়ার, ৫৭ হাজার ৩৫০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি বাস ও ১টি সিএনজি অটোরিকশা।
মাদক নির্মূলে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জয়নিউজকে জানান টেকনাফ-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব।