আ’লীগ নির্বাচন চায় কি-না পরিষ্কার করতে হবে: খসরু

আওয়ামী লীগ দেশে নির্বাচন চায় কি-না তা তাদের নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মো. আবু জাকির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরুর মেহেদিবাগের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের জানান, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়ে কথা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে তারা দেশে নির্বাচন চায় কি চায় না। হামলা-মামলা-গ্রেফতার নিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচন এভাবে কখনো অর্থবহ হবে না।

বুধবার দুপুরে সদরঘাট থানা এলাকায় গণসংযোগ করতে গেলে ছাত্রলীগ-যুবলীগের
কর্মীরা লাঠি, হকিস্টিক নিয়ে তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে
বলেও অভিযোগ করেন আমীর খসরু।

জয়নিউজ/অভি/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM