আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (১৫ ডিসেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায় ১৮ জন আওয়ামী লীগ নেতা দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচনি মাঠে প্রচারণার পাশাপাশি কয়েকটি স্থানে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এর আগে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে দলীয় নেতাদের একটি চিঠিতে অনুরোধ জানান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জয়নিউজ/পলাশ/জুলফিকার