আফগানিস্তানকে হারিয়ে সুপার এইট শুরু করল ভারত

অনলাইন ডেস্ক

গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচই হয়েছে লো স্কোরিং। তবে সুপার এইটে এসে কিছুটা হলেও রানের দেখা মিলছে। আজ কিংস্টনের উইকেটও ব্যাটিং বান্ধব ছিল। সেখানে দুইশর মধ্যে ভারতকে আটকে রেখে বোলিংয়ে ভালো নম্বর তুলেছিল আফগানিস্তান। তবে ব্যাটারদের ব্যর্থতায় মাঝারি মানের লক্ষ্যও অনেক বড় মনে হয়েছে। ৪৭ রানের জয়ে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

- Advertisement -google news follower

জবাবে খেলতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ৭ রানে ৩ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM