আগ্রাবাদে বিক্রয় নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে ছোটপোল এলাকার শাপলা কমিউনিটি সেন্টারের পাশের মেসার্স কোয়ালিটি পলি ম্যানুফ্যাকচারার নামের একটি প্রতিষ্ঠান থেকে এই পলিথিন জব্দ করা হয়।
জানা যায়, আগ্রাবাদের বিভিন্ন এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের একটি দল। এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।
আজাদুর রহমান মল্লিক জয়নিউজকে জানান, মেসার্স কোয়ালিটি পলি ম্যানুফ্যাকচারার নামের প্রতিষ্ঠানটি থেকে ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জয়নিউজ/হিমেল/বিশু/জুলফিকার