চট্টগ্রাম স্টক একচেঞ্জ পরিদর্শনে সিআইইউ শিক্ষার্থীরা

পুঁজিবাজার নিয়ে তরুণ-তরুণীদের আগ্রহের কমতি নেই। ভালো শেয়ার কীভাবে কেনা যায়, বিনিয়োগ খাটিয়ে মুনাফা লাভের সহজ উপায় কী কিংবা লোকসান সামলানোর কৌশলগুলো কী হতে পারে- এমন সব ভাবনা দিনভর লেগে থাকে তাদের ভবিষ্যৎ ভাবনায়।

- Advertisement -

সরেজমিনে পাঠ্যবইয়ের পড়ার বাইরে কর্মমুখী শিক্ষার সঙ্গে বন্ধুত্ব করতে স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস স্কুলের একঝাঁক মেধাবী শিক্ষার্থী।

- Advertisement -google news follower

সম্প্রতি পুঁজিবাজার নিয়ে নিজেদের নানা ভাবনার জবাব পেতে দল বেঁধে সেখানে হাজির হন তারা। এসময় শিক্ষার্থীরা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ঘুরে দেখেন। পরে ‘পুঁজিবাজারে বিনিয়োগ ধারণা’ শীর্ষক কর্মশালায় অংশ নেন সবাই।

অনুষ্ঠানে স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, শেয়ারবাজার দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত। এই সেক্টরের উন্নতি মানে পুরো দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি। তাই পুঁজিবাজারকে ঢেলে সাজাতে হলে নিতে হবে নানামুখী উদ্যোগ।

- Advertisement -islamibank

তারা আরও জানান, বিশ্বের সব শেয়ারবাজারে উত্থান-পতন স্বাভাবিক ঘটনা। যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের সরকারগুলো বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আকর্ষণীয় মূল্যে শেয়ার বিক্রি করে সেখানকার মানুষের আগ্রহ ধরে রাখার চেষ্টা করেছে। বাংলাদেশেও এখন এ ধরনের চমৎকার সব সিদ্ধান্ত হাতে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমান, ডেপুটি ম্যানেজার মার্কেটিং ফয়সাল হুদা, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আরিফ আহমদ, সিআইইউর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুদ্দিন পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/বিশু/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM