চিকিৎসক কোরবান হত্যা: সাবেক ছাত্রলীগ নেতা রিমান্ডে

অপরাধ ডেস্ক :

চট্টগ্রামে দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক সেই ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের তিনদিনের এবং তার সহযোগী আরিফুল্লাহ রাজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

রোববার (৩০ জুন) চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম রুমানা আক্তারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রাসেল সরকার। তিনি জানান, নগরের আকবর শাহ থানা এলাকায় দন্তচিকিৎসক কুরবান আলীকে খুনের মামলায় গত ২৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের উপপরিদর্শক।

শুনানি শেষে আদালত গোলাম রসুলের তিন দিনের এবং তাঁর সহযোগী আরিফ উল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -islamibank

গোলাম রসুল ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি। নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় তাঁর বাড়ি। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

গোলাম রসুল তাঁর এক অনুসারী আরিফ উল্লাহসহ গত বুধবার আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানো হয়।

গত ৫ এপ্রিল নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় দন্ত চিকিৎসক কোরবান আলীকে পিটিয়ে আহত করেন গোলাম রসুলের লোকজন।

মাদ্রাসাপড়ুয়া ছেলে আলী রেজাকে বাঁচাতে এসে হামলার শিকার হন কোরবান আলী। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল মারা যান তিনি।

এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় হত্যা মামলা হয়। এরপর পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন মো. সামি, মো. রিয়াদ ও আকবর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM