ফটিকছড়ির এমপি সনির সিআইবি রিপোর্ট দাখিলে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যা খাদিজাতুল আনোয়ার এবং তার স্বামী এস এম পারভেজ আলমের ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক সিআইবি রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

- Advertisement -

নির্বাচনে ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদের দায়েরকৃত নির্বাচনী মামলার শুনানী শেষে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিবের একক বেঞ্চ এই আদেশ দেন।

- Advertisement -google news follower

বাদী পক্ষের আইনজীবী শাহ্ আলম অভি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানী শেষে বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে আইন ও বিধি মোতাবে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং তার স্বামী এস এম পারভেজ আলমের সিআইবি রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন আদালত।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারের সংসদ সদস্য পদ বাতিল ও পুনর্নির্বাচনের জন্য হাই কোর্টে নির্বাচনী মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।

- Advertisement -islamibank

এই মামলায় বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংক-সহ বিধি মতে ১৪ জনকে বিবাদী করা হয়।

উল্লেখ্য : সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM