ভিক্ষা করছেন মাতাল কনস্টেবল!

খাকি উর্দি পরেই হাত বাড়িয়ে বলছেন- বাবু পাঁচ টাকা দিন!

- Advertisement -

দিনকয়েক ধরে এভাবেই কলকাতার আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড সংলগ্ন গলি, ব্লকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাতছেন আরামবাগ থানার কনস্টেবল শ্যামল সিংহ। বুধবারও এমনটি করেছেন তিনি।

- Advertisement -google news follower

গুঞ্জন উঠেছিল- এ কী পুলিশের নতুন কায়দায় ‘তোলা’ আদায়! কেউ কেউ বহুরূপী ভেবে তাঁকে টাকাও দিচ্ছিলেন। তবে ‘তোলা’র কথা কানে যেতেই কনস্টেবল শ্যামলের তিরিক্ষি মেজাজ, ‘আমি কি তোলা আদায় করছি? ভিক্ষা চাইছি তো!’

আবার ‘ভিক্ষা’ না পেলে তিনি চটেও যাচ্ছিলেন। কিন্তু পুলিশের উর্দি গায়ে ‘ভিক্ষা’ কেন?

- Advertisement -islamibank

মুখ খুলতেই মদের গন্ধ। শ্যামলবাবু বলেন, ‘মালদহে বাড়ি। এখন আরামবাগে পাঠানো হয়েছে। মদ খাই বলে আমার বেতন আটকে দেওয়া হয়েছে। তাই ভিক্ষা চাইছি।’

এদিকে শ্যামল সিংহের বেতন আটকে য়াওয়ার কথা জানা নেই বলে দাবি করেছেন আরামবাগের আইসি শান্তনু মিত্র। তিনি বলেন, কনস্টেবলের বেতন আটকে দেওয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।

এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, উর্দি গায়ে কর্তব্যে অবহেলার জন্য ওই কনস্টেবলকে ‘ক্লোজ’ করা হচ্ছে।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM