ভিসা বাতিলের ঘটনায় মুখ খুললেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালে টাডা আইনে অপরাধী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে ভিসা দিতে নারাজ ব্রিটেনের সরকার।

- Advertisement -

এদিকে অজয় দেবগন অভিনীত ‘সন অফ সর্দার ২’ ছবিতে খলনায়কের চরিত্রে ভাবা হয়েছিল সঞ্জয় দত্তকে। সেই অনুযায়ী শুটিংয়ের জন্য ব্রিটেনে পাড়ি দেওয়ার কথা ছিল অভিনেতার। তবে ভিসা বাতিল হওয়ায় স্কটল্যান্ডে শুটিংয়ে যোগ দিতে পারেননি তিনি।

- Advertisement -google news follower

ঘটনার পরে ছবিতে সঞ্জয়ের পরিবর্তে রবি কিষণকে কাস্ট করা হয় খলনায়কের চরিত্রে। এবার পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।

প্রাথমিকভাবে ভিসা পেয়েছিলেন অভিনেতা। ব্রিটেনে সমস্ত টাকাপয়সার লেনদেনও সেরে ফেলেছিলেন। সব কিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছিল। হঠাৎ ছন্দপতন!

- Advertisement -islamibank

এই প্রসঙ্গে সঞ্জয়ের বক্তব্য, “সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তারপর এক মাস পরে আমার ভিসা বাতিল করে দিল! ব্রিটেনের সরকারের কাছে আমি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন? সে ক্ষেত্রে আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি ওদের! আইন বুঝতে ওদের এক মাস সময় লেগে গেল!”

অভিনেতা আরও যোগ করলেন, “তবে হ্যাঁ, ওরা ভুল করেছে। ওদের সংশোধন করা উচিত। ”

সঞ্জয় নিজেকে একজন আইন মান্যকারী অভিনেতা হিসাবেই তুলে ধরলেন। জানালেন, তিনি সমস্ত আইন মেনে চলেন এবং প্রতিটি দেশের আইন ব্যবস্থাকে সম্মান করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM