প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে বেড়েছে পাসের হার

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে পাসের হার ৯৭.৯৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার বেড়েছে প্রায় ১.৭৮ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৮৭ শতাংশ। পাসের হার বেড়েছে ৫.৫৮ শতাংশ।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার।

- Advertisement -google news follower

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর ১ লাখ ৬৪ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ২৬ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।

অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অশ নেয় ২৩ হাজার ৮১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন।

- Advertisement -islamibank

পিইসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।

জয়নিউজ/হিমেল ধর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM