সংকট কাটিয়ে ফের উৎপাদনে ফিরল কেপিএম

দেশজুড়ে ডেস্ক :

নানান সংকটে দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর পুনরায় কাগজ উৎপাদন শুরু করেছে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)।

- Advertisement -

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টা থেকে উৎপাদনে যায় কেপিএম। জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত প্রথম ধাপে ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।

- Advertisement -google news follower

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটের কারণে গেল ২০ জুলাই থেকে প্রায় ২ মাস কেপিএমে কাগজ উৎপাদন করা যায়নি।

ইতোমধ্যে সকল সংকট কাটিয়ে বুধবার রাত ৮টা থেকে মিলটি পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে।

- Advertisement -islamibank

কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন চালুর উদ্যোগ নেয়া হয়।

বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বুধবার রাত থেকেই কেপিএমের উৎপাদন শুরু হয়। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে।

আশা করছি সবকিছু ঠিক থাকলে কাগজ উৎপাদন বৃদ্ধি পাবে। ইতোমধ্যে কাগজ উৎপাদনের সব প্রক্রিয়া চালু হয়েছে।

এদিকে কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে। কেপিএম পুনরায় চালুতে কারখানার সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

কেপিএমের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক জানান, পেপার মিলসের উৎপাদন শুরু হওয়ায় আমরা অনেক আনন্দিত। উৎপাদন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন তারা।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কল কেপিএম ৭৫ বছরের পুরাতন কারখানা হওয়া সত্ত্বেও এর উৎপাদিত কাগজের গুণ ও মানের দিক দিয়ে এখনও দেশ সেরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM