বাংলার সৌরভে বিস্ফোরণের ধরণ নাশকতার ইঙ্গিত দেয়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এমডি কমোডর মাহমুদুল মালেক।

- Advertisement -

শনিবার (৫ অক্টোবর) ১০টায় চট্টগ্রামে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই বিস্ফোরণে একজন নিহত এবং একজন ক্রু নিখোঁজ হন। জাহাজটি থেকে ৪৬ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়।

নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যদের যৌথ চেষ্টায় রাত ২টা ৩৫ মিনিটের দকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতিতেও ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

বিস্ফোরণের সময় জাহাজটিতে নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারীসহ ৪০ জন ছিলেন। পরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

আজ এসব বিষয় নিয়ে কমোডর মাহমুদুল মালেক আরও বলেন, ‘এ ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি করা হয়েছে।’

তিনি বলেন, ‘পরপর দুটি ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা হতে পারে।’

তিনি বলেন, ‘সৌরভে বিস্ফোরণের মতো কিছু ছিল না। তারপরও পরপর চারটি পয়েন্টে বিস্ফোরণ হয়েছে। রাত ১২টায় জাহাজে কোনো কর্মকাণ্ড ছিল না।’

এমডি আরও বলেন, ‘আগুন অস্বাভাবিক ছিল। আগুনের ধরণ নাশকতার ইঙ্গিত দেয়। চারটি পয়েন্টে আগুন লাগার কথা নয়। আগুনে আগ মুহূর্তে জাহাজের পাশ দিয়ে সন্দেহজনক স্পিডবোট গেছে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM