পাহাড়তলীতে কিং আলী গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মামুন আলী প্রঃ কিং আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

এর আগে একইদিন দুপুর ১২টার দিকে দক্ষিণ কাট্টলীর এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

রাতে এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ আরও ২শ জনকে অজ্ঞাত আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।

- Advertisement -islamibank

মামলায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এন মোহাম্মদ ট্রেডিংয়ে লুটপাট ও হামলা অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM