চট্টগ্রামের সাগরিকায় ৩ বরফকলকে দেড় লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের অননুমোদিত বিভিন্ন বরফকলে ঝটিকা অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ বাস্তবায়নের নিমিত্ত ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্তে জজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

অভিযানে মৎস্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এবং মা ইলিশ সংরক্ষণের মৌসুমে অননুমোদিতভাবে বরফকল চালু রাখায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি বরফকলকে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

অবৈধ এসব বরফকলে জেলা মৎস্য দপ্তর ও পাহাড়তলী থানার সহযোগিতায় অভিযানের নের্তৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

- Advertisement -islamibank

তিনি জানান, অভিযানে মৌসুমী আইস প্রোডাক্টস এর ম্যানেজার হুমায়ুন কবির (৫৫) কে ৫০ হাজার, দিলোয়ারা আইস ফ্যাক্টরীর ম্যানেজার হুমায়ুন কবির (৫২)কে ৫০ হাজার এবং রুপালী আইস ফ্যাক্টরীর ম্যানেজার মো. ইলিয়াস মিয়াজী (৫৫)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাহাড়তলীর থানার একদল পুলিশ, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীবৃন্দরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জানা যায়, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে অভিযোগ দায়ের করেন চট্টগ্রামের মৎস্য জরীপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM