গাঁজা সেবনরত অবস্থায় চবির ৫ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে গাঁজা সেবনরত অবস্থায় আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

- Advertisement -

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষ থেকে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

- Advertisement -google news follower

আটককৃত পাঁচ শিক্ষার্থী হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক, ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম, একই শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. টুটুল হাসান এবং একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মানিক।

শিক্ষার্থীরা জানান, আটককৃত মোজাম্মেল হক বিভিন্ন হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষে নিয়মিত গাঁজার আসর বসান।

- Advertisement -islamibank

এ বিষয়ে আলাওল হলের এক শিক্ষার্থী বলেন, আমি হলের ২৩৪ নম্বর কক্ষের পাশে দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পাই। পরে প্রক্টরকে বিষয়টি জানালে দুজন সহকারী প্রক্টর রুমে গিয়ে গাজা সেবন অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের ডিসকো (ডিসেবল স্টুডেন্ট সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি) সভাপতি শিহাব উদ্দিন বলেন, আজকের ঘটনায় যে পাঁচজন অপরাধী ধরা পড়েছে, তাদের দায় আমাদের সংগঠন (ডিসকো) নেবে না। আমাদের সংগঠন সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছে। আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তাতে আমাদের সংগঠনের কোনো আপত্তি নেই। শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে এর প্রভাব যেন আমাদের ওপর না পড়ে।

এ বিষয়ে সহকারী প্রক্টর সাইদ বিন কামাল বলেন, শিক্ষার্থীদের সহায়তায় আমরা ৫ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেছি। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী হল প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM