পটিয়ায় ভাতিজাকে গলা কেটে হত্যা করলেন চাচা!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে মো. রাশেদ (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তার চাচা।

- Advertisement -

গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে পোশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

তার দেড় বছর ও চার মাস বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। ঘাতক চাচার নাম জালাল উদ্দিন (৪৫)। তিনি ওই এলাকার রাজা মিয়ার ছেলে, তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -islamibank

স্বজনরা জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করে বড় করেন। তার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন।

রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল ধারাল ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লিটন চৌধুরী জানান, রাত ১১টার পর গলাকাটা অবস্থায় রাসেল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হাসপাতালেও অপর একটি পাঠানো হয়। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ঘাতক চাচা জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM