ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চল বিকোলে উসমান নামের শক্তিশালী এক ঝড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
শনিবার (২৯ ডিসেম্বর) আঘাত হানা এই ঝড়ে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিতে সরকারিভাবে ঝড়টিকে টাইফুন হিসেবে চিহ্নিত না করায় লোকজন পূর্ব সতর্কতা অবলম্বন করতে পারেননি বলে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন এক কর্মকর্তা।
তিনি আরো জানান, এই ঝড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশব্যাপী ৪০ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যূত হয়েছেন।
জয়নিউজ/বিশু