চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পুরাতন গাছবাড়িয়া কলেজ গেট ও বাগিচাহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওজন পরিমাপ যন্ত্রের ত্রুটি থাকায় তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকার অর্থদণ্ড দেন উপজেলা প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
তিনি জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওজনে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
জেএন/পিআর