চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের ২৫নং রামপুর ওয়ার্ডস্থ মধ্যম রামপুরা এলাকায় একটি নিরীহ পরিবারের ওপর অতর্কিত হামলা,মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলেন স্থানীয় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ইমরান চৌধুরী ও তার সহযোগীদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মনিরুল ইসলাম আজাদ জানান, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ধরেই এ এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছি। পরিবারের কোন সদস্য রাজনৈতিক কোন কর্মকাণ্ডের সাথে জড়িত নয়।
তিনি জানান, ২০২২ সালে এলাকায় একটি ভুমি ক্রয় করে বিগত কয়েকমাস আগে সেখানে নির্মাণ কাজ শুরু করি।
তবে এলাকার কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ইমরান চৌধুরী, তার সহযোগী রাজু, আরিফ ও মিজান এবং লিলি আক্তারসহ অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়ে ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা আমার পরিবার ও বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হন মনিরুল ইসলাম আজাদসহ কয়েকজন। তাছাড়া ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা শুরু করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে গত ২৭ আগষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে একটি ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়। এতে ইমরানসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। আদালত অভিযোগটি হালিশহর থানাকে FIR হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন।
মামলার পর থেকে আরো বেপোরোয়া হয়ে ওঠে ইমরান বাহিনী। ফলে আমার পরিবার, বন্ধুভাজন কায়সার খাঁন, স্নেহভাজন সামির, সুমন ও বাবুসহ অনেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কিশোর গ্যাং ইমরান গংদের হাত থেকে প্রাণ রক্ষার জন্য আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম আজাদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হালিশহরের মধ্যম রামপুরা এলাকার বাসিন্দা কায়সার খাঁন, সামির ও সুমন।
জেএন/পিআর