কর্ণফুলীতে দোকান থেকে ৬ লাখ টাকার মোবাইল-ল্যাপটপ চুরি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীর রহমানিয়া টেলিকম অ্যান্ড কম্পিউটার রিসোর্স নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুটি ল্যাপটপ ও ২৫টি মোবাইল ফোনসহ ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

- Advertisement -

আজ শনিবার সকালে উপজেলার চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট এলাকার নুরপ্লাজা মার্কেটে চুরির ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

রহমানিয়া টেলিকমের মালিক মো. সাইফুল ইসলাম জানান, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তারা চলে যান। প্রতিদিনের মতো শনিবার সকালে দোকানে আসেন। এসে তালা খোলা দেখতে পান।

পরে শাটার তুলে ভেতরে গিয়ে দেখেন ২৫টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও দোকানে রাখা নগদ দুই লাখ টাকা গায়েব। এমনকি দুটি সিসিটিভির ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্কও নিয়ে গেছে চোরের দল।

- Advertisement -islamibank

এ ব্যাপারে কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করা হবে জানায় দোকান মালিক।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, চুরির ঘটনায় অভিযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM