লোহাগাড়ায় গাড়ি চাপায় বাইক আরোহী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় লবণবাহী গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী।

- Advertisement -

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম অন্তর সরকার। সে রাজধানী ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল লবণবাহী গাড়ির পানিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত বাইক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM