পৃথক উপজেলার দাবিতে লংগদুতে মানববন্ধন

রাঙামাটির লংগদুতে পৃথক উপজেলার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

- Advertisement -

লংগদু উপজেলায় কাপ্তাই লেক দিয়ে বিভাজিত তিনটি ইউনিয়নের বাসিন্দারা এক বছর ধরেই পৃথক উপজেলার দাবি জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভাসান্যাদম ও বগাচত্বর ইউনিয়নের সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

- Advertisement -google news follower

বগাচত্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, লংগদু উপজেলা থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়ন ও বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন নিয়ে কাপ্তাই লেকের পূর্বপারে আরো একটি উপজেলা গঠন এখন সময়ের দাবি।

বর্তমানে এ চারটি ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৫৩ হাজার। যা পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার মোট জনসংখ্যার দ্বিগুণ। এছাড়া এ চারটি ইউনিয়নের আয়তন ২৮৯ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছয় গুণ। ভৌগলিক অবস্থান, আয়তন এবং জনসংখ্যা বিবেচনায় নিয়ে নাগরিক সুযোগ-সুবিধা সহজ করতে দ্রুত কাচালং উপজেলা ঘোষণার দাবি জানান বক্তারা।

- Advertisement -islamibank

উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, অ্যাডভোকেট কামাল হোসেন সুজন, আব্দুর রাজ্জাক, শিক্ষক মমিনুল হক ও ফারুক হোসেন।

জয়নিউজ/আরমান/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM