মা-বাবার বিচ্ছেদের বিষয়ে যা বললেন আমিরপুত্র জুনেইদ

বিনোদন ডেস্ক :

পরিবারের বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান

- Advertisement -

কিন্তু দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০০২ সালে বিচ্ছেদ হয় রীনা-আমিরের। তাদের সংসারে দুই সন্তান জুনেইদ ও ইরা খান।

- Advertisement -google news follower

বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়, তখন জুনেইদের বয়স মাত্র আট বছর। সেময়টা ঠিক কেমন পরিস্থিতিতে পড়েছিলেন আমিরপুত্র। সম্প্রতি বাবা-মায়ের বিচ্ছেদ এবং সেই অভিজ্ঞতা ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জুনেইদ।

তিনি বলেন, আমার বাবা-মা দুজনেই ভালো মানুষ। কিন্তু দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকবেনই, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট বছর। কিন্তু বুঝতেই দেননি, তারা আলাদা থাকছেন।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, ১৯ বছর বয়স পর্যন্ত তাদেরকে কখনও ঝগড়া করতে দেখিনি আমি। ১৯-য়েই প্রথম ঝগড়া করতে দেখি। আমার ও ইরার (জুনেইদের বোন) বিষয়ে এক হয়ে সবসময় আমাদের পাশে থেকেছেন তারা।

জুনেইদের ভাষ্যমতে, তারা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল দুজনের। দুইজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে, এমন নয়। ভাগ্যিস দুজনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দুজনকেই সুখী দেখেছি, এটাই বড় কথা।

আমিরপুত্র বলেন, বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে যোগাযোগ থেকেছে সব সময়। আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।

প্রসঙ্গত, ২০২৪ সালে বলিউডে অভিষেক হয় জুনেইদের। ‘মহারাজ’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM