পদত্যাগ করেছেন মালয়েশিয়ার রাজা

দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় পদত্যাগ করেছেন মালয়েশিয়ার ১৫তম রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম।

- Advertisement -

রোববার (৬ জানুয়ারি) রাজপ্রাসাদের এক মুখপাত্র তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের ৩২ (৩) ধারা অনুযায়ী দেশের সর্বোচ্চ শাসকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রাজা পঞ্চম।

- Advertisement -google news follower

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, চলতি সপ্তাহে মালয়েশিয়ার রাজার মনোনয়ন প্রদানকারী নয় সদস্যের শাসক পরিষদের এক বৈঠকের পর সুলতান মোহাম্মদ পঞ্চম এর পদত্যাগের গুঞ্জন শুরু হয়।

মালয়েশিয়ার নয়টি প্রদেশের শাসকরা তাঁদের মধ্য থেকে একজনকে পাঁচ বছরের জন্য অগোন বা রাজা হিসেবে নির্বাচন করে থাকেন।

- Advertisement -islamibank

পর্যায়ক্রমে সব প্রদেশের শাসক রাজা হওয়ার সুযোগ পান। ২০১৬ সালের ডিসেম্বরে রাজার দায়িত্ব পান উত্তর-পূর্বাঞ্চলীয় কেলানতান প্রদেশের শাসক সুলতান মোহাম্মদ।

তাঁর পদত্যাগ প্রসঙ্গে রাজপরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, কেলানতানের জনগণের সুরক্ষা এবং সেখানকার মানুষের উন্নয়ন ঘটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত নভেম্বরে দুই মাসের চিকিৎসা ছুটি নেন সুলতান মোহাম্মদ পঞ্চম। ২ নভেম্বর শুরু হয় ওই ছুটি। তারপরই সংবাদমাধ্যমে প্রকাশ পায় ছুটির মধ্যেই রাশিয়ার বিউটি কুইন ওকসানা ভোয়েভোদিনাকে মস্কোতে বিয়ে করেছেন ৪৯ বছর বয়সী রাজা। এরপরই শুরু হয় তীব্র বিতর্ক।

পদত্যাগের মধ্য দিয়ে এই বিতর্কের অবসান ঘটল বলে ধারণা করছে দ্য স্ট্রেইট টাইমস।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM