লোহাগাড়ায় আগুনে পুড়লো ১৮ দোকান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুখছড়ি দরবার শরীফ সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে লাগা এ অগ্নিকান্ডে মুদি দোকান, ফার্ণিচার দোকান, তৈলের দোকান, সেলুন, লন্ড্রি, বিকাশের দোকান ও পানের দেকানসহ মোট ১৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -google news follower

ক্ষতিগ্রস্থরা দাবি করছে আগুনের ঘটনায় তাদের অন্তত ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে ১০ থেকে ২০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মো. জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ উদ্দীন, মো. তৈয়ব, তৌহিদুল আজিম, জাফর আহমদ, মো. আনোয়ার, মো. সেলিম, আবদুল আহাদ, রুহিদুল ইসলাম, সজল শীল, সুনীল দাশ, আবদুল হাফেজ, মাস্টার নুরুচ্ছফা, মো. রেজাউল করিম, আবু তাহের, ধন কান্তি দাশ ও মো. কুতুব উদ্দীন।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৫টার দিকে কালো ধোঁয়া দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রুবেল আলম জানান, ৯৯৯ এর কল এর মাধ্যমে ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে পারি।

এর পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করতে গেলে স্থানীয় কিছু লোক ফায়ার ফাইটারদের উপর চড়াও হয়। এতে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে।

তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, কোন একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM