আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ কাজ শুরু হচ্ছে। চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে ইসি। তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি।
আজ রবিবার (১৯ জানুয়ারি) উপকরণগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে হস্তান্তর করবে সংস্থাটি।
বিষয়টি নিশ্চিত করে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, রোববার সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে ইউএনডিপি।
ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে তারা। ইতোমধ্যে তারা নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠক করেছে।
জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও নির্বাচন সংক্রান্ত অন্যান্য ব্যাপারেও সহায়তা করবে ইউএনডিপি। সংস্থাটির সঙ্গে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা হালনাগাদের পর সাধারণীকরণ প্রক্রিয়ায়ও সহায়তা করবে ইউএনডিপি।
এ ছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি। ঘরে ঘরে গিয়ে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে সহায়তা করবে তারা।
সহায়তাটা হচ্ছে কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু লক্ষ্য আছে, সেগুলোতে তারা সহায়তা করবে।
তিনি বলেন, প্রযুক্তিগত বিষয়টা হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায়। কারিগরি সাপোর্ট, প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধিতেও সাপোর্ট চেয়েছি।
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জেএন/পিআর