ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে এসলাম নামের এক সুদানের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রাত ১টার দিকে উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক এসলাম সুদানের কার্টম বারি এলাকার আবদেল রাহিমের কন্যা। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাংলাদেশ সীমান্তের পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে টহল দল সুদানের নাগরিক এসলামকে (২৬) আটক করে। জিজ্ঞাসাবাদে সুদানের ওই নাগরিক জানান, তিনি ভারত থেকে পালিয়ে এসেছেন।
আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা ও দুটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। পরে তাঁকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বছরের ৭ নভেম্বর একই এলাকা থেকে ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করে।
জেএন/পিআর