ফেনীর পরশুরাম সীমান্তে সুদানের নাগরিক আটক

দেশজুড়ে ডেস্ক :

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে এসলাম নামের এক সুদানের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

গতকাল রাত ১টার দিকে উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক এসলাম সুদানের কার্টম বারি এলাকার আবদেল রাহিমের কন্যা। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাংলাদেশ সীমান্তের পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে টহল দল সুদানের নাগরিক এসলামকে (২৬) আটক করে। জিজ্ঞাসাবাদে সুদানের ওই নাগরিক জানান, তিনি ভারত থেকে পালিয়ে এসেছেন।

- Advertisement -islamibank

আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা ও দুটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। পরে তাঁকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বছরের ৭ নভেম্বর একই এলাকা থেকে ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM