গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু রাখতে ভিসিদের নির্দেশনা

শিক্ষা ডেস্ক :

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

- Advertisement -

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরিন।

- Advertisement -google news follower

পত্রে উল্লেখ করা হয়, ২০২০ সাল থেকে দেশে সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে এটি একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে পরিচিত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি কিছু বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক ও মানসিক চাপ বাড়ানোর শঙ্কা তৈরি করেছে।

- Advertisement -islamibank

এছাড়া, গুচ্ছ পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছে এবং পদ্ধতিটি বহাল রাখার দাবি জানিয়েছে।

তাদের মতে, গুচ্ছ পদ্ধতি মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত করার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় করে শিক্ষার্থীদের আর্থিক এবং মানসিক কষ্ট কমাতে ভূমিকা রাখে।

পত্রে আরও জানানো হয়, গুচ্ছ পদ্ধতিতে বিদ্যমান অসুবিধাগুলো নিরসনে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে পদ্ধতির আরও উন্নয়ন করা হবে।

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি পরিত্যাগ করে ২৪টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM