সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

ভিনদেশ ডেস্ক :

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে এক সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

- Advertisement -google news follower

জানা যায়, দুর্ঘটনায় ভারতের ৯ জন ছাড়াও নেপাল ও ঘানার আরো ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে জেদ্দায় ভারতীয় কনস্যুলেট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

- Advertisement -islamibank

এক্সে (সাবেক টুইটার) দেওয়া ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয়র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

ক্ষতিগ্রস্তদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথাও জানিয়েছে ভারতীয় কনস্যুলেট। এ ছাড়া অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, বাসটিতে ২৬ জন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM