হালিশহরে বিএনপির উদ্যোগে ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, “দেশের গণতন্ত্র আজ বিপন্ন। জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জাতীয় নির্বাচনের আগেই যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা মূলত স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেওয়া যাবে না। জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে।”

- Advertisement -google news follower

প্রধান বক্তা নাজিমুর রহমান বলেন, “দেশের মানুষ গণতন্ত্র, সুশাসন ও মৌলিক অধিকার ফিরে পেতে চায়। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি কার্যকর, জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করব। সংগঠনকে শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে, যাতে এই আন্দোলন সফল হয়।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামত” কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর রেইনবো কমিউনিটি সেন্টারে ৩৯ নং হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

সভায় সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোঃ এরশাদ উল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দীন মাহমুদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাদ বারেক এবং সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, ইপিজেড থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, ৩৯ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব খান, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর এবং সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ।

কর্মসূচিটি সঞ্চালনা করেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

কর্মশালায় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কৌশল, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনকে আরও বেগবান করতে হবে। জনগণের ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM