নগরের জামালখান এলাকার দাওয়াতসহ পাঁচটি হোটেল-রেস্টুরেন্টকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার পরিবেশন করায় এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরের পাঁচটি হোটেল-রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় জামালখানের দাওয়াত রেস্টুরেন্টের ফ্রিজ থেকে সাতদিন আগের রান্না করা মাংস, মাছ ও তরকারি জব্দ করা হয়। রেস্টুরেন্টে আসা ক্রেতাদেরকে এই বাসি খাবার গরম করে পরিবেশন করা হচ্ছিল। রেস্টুরেন্টের মালিক দোষ স্বীকার করায় ও লাইসেন্স না থাকায় তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মারুফা বেগম আরো বলেন, একই অপরাধে জামালখানের গ্র্যান্ড সিকদার হোটেলকে ২০ হাজার টাকা, আম্বরখানা হোটেলকে ৭ হাজার, লাভ লেইনের স্বপ্নীল হোটেলকে ৩ হাজার ও মন সুন্দর হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।