বান্দরবানে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবান জেলা শহরের বালাঘাটায় আগুন লেগে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

- Advertisement -

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বালাঘাটা শৈলশোভা এলাকার বাসিন্দা আবু তাহের ও তার ভাইদের বসতঘরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ৪টি বসতঘর।

- Advertisement -google news follower

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

- Advertisement -islamibank

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও তিনটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের জিনিসপত্র বের করতে পারেনি বাসিন্দারা।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM