ফটিকছড়িতে বাড়ির ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বাড়ির তিন তলা ছাদ থেকে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর ৪ নং ওয়ার্ডস্থ শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে।

তিনি গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত থাকায় ওই এলাকার শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

- Advertisement -islamibank

ফটিকছড়ি থানার এস আই রাজ্জাক স্থানীয়দের বরাতে জানান, সকালে নিজ বাড়ির তিনতলা ছাদের বেলকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান আবুল হাশেম।

স্থানীয়রা বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনানুগ প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM