খুলনা টাইটান্সে যোগ দিলেন মালিঙ্গা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। তবে টাইটান্স শিবিরে এসেছে সুখবর। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় কিছুটা বিলম্বে খুলনার ডেরায় যোগ দিলেন ডেথ ওভারের কার্যকরী এই বোলার।

- Advertisement -

সোমবার (১৪ জানুয়ারি) বেলা দেড়টায় লঙ্কান এই তারকা সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান।

- Advertisement -google news follower

টি-টোয়েন্টিতে ২৬৪টি ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী এই পেসারের ঝুড়িতে রয়েছে ৩৫৫টি উইকেট। সম্প্রতি ভালো ফর্মে থাকা লঙ্কান এই পেসারের দিকে তাকিয়ে খুলনার টিম ম্যানেজমেন্ট। টানা হারের বৃত্তে অবস্থান করা খুলনাকে জয়ের মুখ দেখাতে মঙ্গলবার (১৫ জানুয়ারি) মাঠে নামবেন তিনি।

প্রসঙ্গত, প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গাকে দলে নিয়েছিলো খুলনা। তিনি বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM